অপ্রাসাংগিক টেকনোলজি ও অবাস্তব কপি আইডিয়া দিয়ে ওয়েবসাইট বানিয়ে কেন আপনার টাকা জলে ফেলবেন ?

আপনি কি আপনার সন্তানকে ভূগোল শিক্ষকের কাছে ইংরেজি শিখতে পাঠাতে চাইবেন ?

কিংবা আপনার সার্জারির জন্য কি হাতুড়ি ডাক্তার এর কাছে যেতে চাইবেন ?

আমরা কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করি ?

আমরা বিশ্বাস করি একটি বিজনেস বা প্রতিষ্ঠান এর লক্ষ্যমাত্র অর্জনের জন্য তাদের অবকাঠামো অনুযায়ী ওয়েবসাইট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ন । তাই আমরা নিম্নে উল্লেখিত ধাপ অনুসরণ করে একটি ওয়েবসাইট তৈরি করি

আমরা আমাদের সম্মানিত ক্ল্যায়েন্ট এর সাথে তার ব্যবসা বা প্রাতিষ্ঠানিক লক্ষ্যমাত্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করি ।

আমরা ক্লায়েন্ট যে ধরনের ওয়েবসাইট করতে চান সে সেক্টরে অভিজ্ঞ ব্যবসায়ীদের সাথে এর ফ্লোচার্ট , সিস্টেম ফিচার ইত্যাদি নিয়ে আলোচনা করি ।

এর পর আমরা সম্ভাব্য ওয়েবসাইট ফিচার গুলি ও তা বাস্তবায়নে টেকনোলজি ও বাজেট নির্ধারন করি ।

এর পর আমরা ওয়েবসাইট টি তৈরি করি এবং একই সাথে টেস্টিং ও বেস্ট মার্কেটিং অপ্টিমাইজেশন এর জন্য বিশেষজ্ঞ মার্কেটারদের থেকে সরাসরি পরামর্শ সেবা গ্রহণ করি ।

এর ক্লায়েন্ট এর সাথে বেটা টেস্টিং , মডিফাইং করে প্রজেক্ট লাইভ ও পরবর্তিতে চুক্তি মোতাবেক ফ্রি সাপোর্ট প্রদান করি ।

যা দরকার তাই বানান

ব্যবসার গতি বাড়ান

যে কোন ব্যবসার জন্য গোছানো একটি ওয়েবসাইট অত্যন্ত জরুরী একটি বিক্রয় ও পরিচিতি প্লাটফর্ম । শুধু মাত্র টেম্পলেট কিনে সেটা ইন্সটল করলেই সাইট ক্রেতার ব্যবহার উপযোগী হয়ে ঊঠেনা । এর জন্য ব্যবসার ধরন অনুযায়ী কাস্টমার কে কিরকম অভিজ্ঞতা দিতে চান তা আগেই নির্ধারন করতে হবে – যেমন কেনার সময় কত সহজ ভাবে ক্রেতা কিনতে পারেন , কিংবা কত সহজে আপনি রিপোর্ট পেতে পারেন ইত্যাদি । আমরা সাধারণত প্রথমেই আপনার ওয়েবসাইট এ প্রয়োজনীয় ফাংশন গুলির তালিকা প্রণয়ন করি যাতে করে আপনার গ্রাহক আপনার ওয়েবসাইট থেকে ওয়াও এক্সপেরিয়েন্স পান ।

যে ধরনের ওয়েবসাইট বানাতে পারেন

মেডিসিন ও স্বাস্থ্য সেবা

গ্রোসারী হোম ডেলিভারি

সার্ভিস প্লাটফর্ম

হোটেল ও টিকেট বুকিং

ফ্যাশন ও বুটিক্স

বিজনেস টু বিজনেস

এডুকেশনাল ওয়েবসাইট

কোম্পানি ওয়েবসাইট

পত্রিকা ও ম্যাগাজিন

আমাদের ওয়েবসাইট ও সিস্টেম ডেভেলপমেন্ট এর জন্য যখন ডাইনামিক কোন কোম্পানি খুজছিলাম এর পরেই স্মার্ট বি এর সাথে আমাদের সংযুক্তি । ওয়েব ডেভেলপমেন্ট ও সার্ভিস এ আমরা খুবই সন্তুষ্ট । ৮/১০ ।

তাসদিখ হাবিব

ব্যবস্থাপনা পরিচালক , ক্লিনফোর্স

They way SmartB helped Diabetes Store grow with their Automation system We are thakful.

SAHAB UDDIN SHIPON

Vice President, Ecab

The website and the Backend system developed by SmartB is super easy to manage – From acquisition to service managment my team feels comfortable . Thanks to SmartB

NAZMUL GANI

CEO, TravnTour

thin

ওয়েবসাইট বিষয়ক ফ্রী পরামর্শ নিন।

Get in touch

Ready To enable small and medium businesses flying with digital transmission .

Call: 01736212525

Mail: info@smartb.com.bd

Subscribe


© copyright 2022 SmartB